বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুই নয়, ডায়াবেটিস পাঁচ ধরনের!

দুই নয়, ডায়াবেটিস পাঁচ ধরনের!

ঢাকা, ০২ মার্চ, এবিনিউজ : ডায়াবেটিসের চিকিৎসায় নতুন যুগের সূচনা হলো। সাম্প্রতিক একটি গবেষণার আলোকে বিজ্ঞানীরা বলছেন, পাঁচটি ভিন্ন ধরনের অসুখ হিসেবে ডায়াবেটিসের চিকিৎসা করা উচিত। অথচ এতদিন পর্যন্ত ডায়াবেটিসকে কেবল টাইপ-১ ও টাইপ-২ এই দুইভাগে ভাগ করে আসছিলেন চিকিৎসকেরা।

কিন্তু, সুইডেন ও ফিনল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন, অসুখটির আরও জটিল যে শ্রেণিকরণ তারা করেছেন, তার ফলে এর চিকিৎসা পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটবে।

বিশ্বজুড়ে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। এর কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, অন্ধত্ব, কিডনির অসুখ ও অঙ্গচ্ছেদের সম্ভাবনা বৃদ্ধি পায়।

টাইপ-১ ডায়াবেটিস শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংসের অসুখ। এটি শরীরে ইনসুলিন তৈরিকে বাধাগ্রস্ত করায় রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করা যায় না।

টাইপ-২ ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত জীবন-যাপনের ফলে। এর ফলে শরীরে চর্বির মাত্রা বেড়ে যায় এবং চর্বির কারণে ইনসুলিন কাজ করে না।

সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি ও ইন্সটিটিউট অফ মলিকিউলার মেডিসিন ফিনল্যান্ডের গবেষকরা ১৪ হাজার ৭৭৫ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, ডায়াবেটিস রোগীদের পাঁচটি ক্লাস্টার বা গুচ্ছে ভাগ করা যায়।

পাঁচ ধরনের ডায়াবেটিস হচ্ছে:

প্রথম ধরনের ডায়াবেটিস টাইপ-১, এটি রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা। অল্প বয়সী মানুষেরা এতে আক্রান্ত হয়।

দ্বিতীয় ধরনের ডায়াবেটিসও টাইপ-১ এর মতো। এটিও অল্প বয়স্ক লোকজনের হয়, কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা এর জন্য দায়ী না।

তৃতীয় প্রকারের ডায়াবেটিস হয় মাত্রাতিরিক্ত ওজনের কারণে। এদের শরীরে ইন্সুলিন তৈরি হলেও তা কাজ করে না।

চতুর্থ ধরনের ডায়াবেটিসের সাথেও অতিরিক্ত ওজন জড়িত। কিন্তু মাতারিক্ত ওজন সত্ত্বেও এদের শরীর কর্মক্ষমতা বেশ স্বাভাবিক থাকে।

পঞ্চম ধরনের ডায়াবেটিস হয় বয়সের কারণে। সব ধরনের ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে এই ধরনটিতে আক্রান্তদের বয়স সবচেয়ে বেশি এবং এদের ক্ষেত্রে রোগের প্রকোপ অনেক কম হয়।

গবেষক অধ্যাপক লেইফ গ্রুপ বিবিসিকে বলেন, 'আমরা প্রিসিশন মেডিসিন বা রোগের প্রকোপ অনুযায়ী নির্ভুল চিকিৎসা দেয়ার জন্য একটা কার্যকরী পদক্ষেপ নিয়েছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

তিনি বলেন, যে তিন ধরনের ডায়াবেটিস বেশি ক্ষতিকারক সেগুলোর চিকিৎসায় অন্য দুই ধরনের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক পদ্ধতি প্রয়োগ করা যাবে।

বিজ্ঞানীরা মনে করছেন, নির্ভুল চিকিৎসা দিতে ডায়াবেটিসের এ ধরনের শ্রেণি বিভাগ আরও বাড়বে। শুধু স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের অধিবাসীদের ওপর গবেষণাটি চালানো হয়েছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বিভিন্ন রকম। যেমন, দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত