![যেভাবে চোখের পাপড়ি ঘন করবেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/l-s-4_128427.jpg)
ঢাকা, ০৪ মার্চ, এবিনিউজ : চোখের পাপড়ি অতিরিক্ত পাতলা। জেনে নিন কীভাবে চোখের পাপড়ি ঘন করবেন। একইভাবে ঘন করতে পারেন ভ্রুও।
* সামান্য নারকেলের দুধের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন।
* মাস্কারার ব্রাশের সাহায্যে মিশ্রণটি চোখের পাপড়িতে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* চাইলে তুলার টুকরা ভিজিয়েও চোখের উপর রাখতে পারেন।
* নিয়মিত এটি ব্যবহার করলে চোখের পাপড়ির বৃদ্ধি বাড়বে ও ঘন হবে।
এবিএন/সাদিক/জসিম/এসএ