বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এখন আমাদের আহত পতাকার প্রতীক। এবার তাঁর ওপর সেই ভয়াল কায়দায় পেছনের দিক থেকে চাপাতি দিয়ে হামলা। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর আগে একই কায়দায় হামলার শিকার হন নন্দিত কবি শামসুর রাহমান, অধ্যাপক ড. হুমায়ন আজাদ, ড. অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশরা। এভাবে আর কতো?
প্রিয় বাংলাদেশ, রাষ্ট্র হিসেবে তোমার চরিত্রকে পুরোপুরি মধ্যযুগীয় বলে চিহ্ন করতে বর্বরতার ধারাবাহিকতা চলছে। এবার রুখে দাঁড়াও, গর্জে ওঠো।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে