বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডিমের হরেক পদের রান্না (রেসিপি)

ডিমের হরেক পদের রান্না (রেসিপি)

ঢাকা, ০৪ মার্চ, এবিনিউজ : ডিমের শাহী কোর্মা- ডিমের কোর্মা আমাদের পরিচিত একটি খাবার, জনপ্রিয়ও বটে৷ দেখে নিন ডিমের শাহী কোর্মা রান্নার পদ্ধতি।

উপকরণ:

সেদ্ধ ডিম – ১০ টি

দুধ – ৩০০-৪০০ মিলিলিটার

জায়ফল + জয়েত্রি + পোস্ত দানা – ১ চা চামচ

এলাচ + শাহি জিরা বাটা – ১/২ চা চামচের কম

পেয়াজ বাটা – ১-২ টেবিল চামচ

আদা + রসুন বাটা – ১ চা চামচ

বাদাম বাটা – ১-২ টেবিল চামচ

মিষ্টি দই – ২-৩ টেবিল চামচ

লেবুর রস – ১ চা চামচ

চিনি -পরিমান মতো

টমেটো সস – ১টেবিল চামচ

লবন – পরিমান মতো

তেজপাতা – ২ টি

সয়াবিন তেল – অল্প পরিমানে

প্রণালী:

ডিম অল্প তেলে লবন দিয়ে হালকা ভেজে নিন ।

এবার প্যানে তেল দিয়ে সব মশলা দিয়ে ৩-৪ মিনিট কষান।

দুধ ও লেবুর রস দিয়ে দিন। ফুটে উঠলে ডিম দিয়ে দিন।

৭-৮ মিনিট ঢেকে রান্না করুন। স্বাদ অনুযায়ী চিনি, লেবুর রস, লবন দিয়ে নিন।

টিপস:

টক দই দিতে চাইলে ১/৪ কাপ দই ১ কাপ দুধের সাথে মিক্স করে তারপর দিন ।

ডিমের পান্তুয়া পিঠা- ডিমের তৈরি হরেক রকম খাবারের সাথে আমরা পরিচিত। ডিমের একটু ব্যাতিক্রমি একটি খাবারের রেসিপি রইল আপনাদের জন্য৷

উপকরণ:

ফোটানো তরল দুধ – ১/২ লিটার (ফোটানোর পর ১/২লিটার হতে হবে)

ময়দা – ২ কাপ

চিনি – ১ কাপ

বেকিং পাউডার – ১ চা চামচ

লবন – পরিমাণ মতো

ডিম – ২টি

তেল – পরিমাণ মত (ডুবো তেলে ভাজার জন্য)

প্রণালী:

ফোটানো দুধ ঠাণ্ডা করে নিন ।

ময়দা, চিনি, বেকিং পাউডার ও নুন দুধের মধ্যে দিয়ে মিশ্রণটি ভালোভাবে কাঁটাচামচ বা হাত দিয়ে মিশিয়ে নিন।

মিশ্রন পাতলা হলে আরেকটু ময়দা যোগ করতে পারেন ।

এবার ফ্রাইংপ্যানে অল্প-তেল দিয়ে ডিম দুটিকে আলাদা আলাদা করে পোচ করে নিন ।

পিঠে ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন ।

এখন একটি ডিম নিয়ে মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন ।

এক পিঠ ভাজা হলে অন্য পিঠও ভাজুন । লাল করে ভাজতে হবে ।

এখন বাকী ডিমটি মিশ্রণে একইভাবে ডুবিয়ে নিন ।

আগের পিঠেটি আবার মিশ্রণে নিয়ে আসুন এবং নতুনটি তেলে দিয়ে দিন

এবার মিশ্রণে যে পিঠেটি ছিল তার দুপাশে মিশ্রণটি ভালোভাবে ভরিয়ে আবার তেলে দিন ।

এভাবে বারবার পিঠে দুটিকে মিশ্রণে ভরিয়ে ভাজতে থাকুন । মিশ্রণ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ভাজতে থাকুন৷

পিঠে ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত