![আমাদের মানুষগুলোর জঙ্গিবাদ বিরোধী মনোভাবের চেয়ে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/khokon_128677.jpg)
আমাদের মানুষগুলোর জঙ্গিবাদ বিরোধী মনোভাবের চেয়ে পুলিশ বিরোধী মনোভাব অনেক বেশি শক্ত।
সুতরাং জঙ্গিরা শক্তিশালী হবে এবং প্রগতিশীল জাফর ইকবালদের উপর হামলার আরো অপচেষ্টা চালাবে।
জাফর ইকবালদের আদর্শের যুদ্ধের বিরুদ্ধে যারা ইনিয়ে বিনিয়ে এতোদিন কথা বলেছে তারা প্রকারন্তরে জঙ্গিবাদকেই সহায়তা করেছে, অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে।
পুলিশ রাষ্ট্রের অংশ, অপরাধ কিংবা দায়িত্বে অবহেলা করলে তার বিচার অবশ্যই হবে। কিন্তু পুলিশের বিরুদ্ধে সোচ্চার মনোভাব দেখিয়ে, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে রাষ্ট্রের ক্যান্সার জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া অন্যায়।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে