![...এই সব সাংবাদিকদের দাঁতভাঙ্গা জবাব দেবে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/sayem-khan_128910.jpg)
ধিক্কার জানাই এ ধরণের সাংবাদিকতার। সংবাদটির হেডলাইন ও উপস্থাপনা যেভাবে করা হয়েছে তা আমাদের প্রাণের নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ছাত্রলীগের মধ্যে দূরত্ব তৈরির চেষ্ট করা হয়েছে। ছাত্রলীগের নেতৃত্ব ও কর্তৃত্ব যাদের হাতে তারা কখনো সম্মেলন করতে অস্বীকার করে নাই। বরং সবসময়ই তারা বলেছিল, "নেত্রী বললেই সম্মেলন দিয়ে দেওয়া হবে"। তাই নেত্রীর কাছ থেকে তারিখ পাওয়ার পর ছাত্রলীগের সর্বোচ্চ নেতৃত্ব ও কর্তৃত্বের জায়গা থেকে ঘোষণা করা হয়, " নেত্রীর কথায় শুধু সম্মেলন নয়, জীবনও দিতে রাজি ছাত্রলীগ"। তাই আমি মনে করি ছাত্রলীগ নেত্রীর দেওয়া তারিখেই সম্মেলন আয়োজন করে এই সব সাংবাদিকদের দাঁতভাঙ্গা জবাব দেবে।
সায়েম খান’র স্ট্যাটাস থেকে