শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

সফটওয়ারে বদলে যাচ্ছে স্মার্টফোনের আইএমইআই নম্বর!

সফটওয়ারে বদলে যাচ্ছে স্মার্টফোনের আইএমইআই নম্বর!

ঢাকা, ০৬ মার্চ, এবিনিউজ : পিক পকেটের জমানা শেষ৷ হাইটেক যুগে চোরেরাও এখন হাইটেক হয়ে উঠেছে৷ ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে কারসাজি করে স্মার্টফোনের আইএমইআই নম্বর বদলে দেওয়া এখন মোটেও অসাধ্য কাজ নয়৷ ১৫ দিনের মাথায় দিল্লি পুলিশ দুটি গ্যাংকে গ্রেফতার করেছে৷ এরা ল্যাপটপে বসে স্মার্টফোনের আইএমইআই নম্বর বদলে দিতে এক্সপার্ট৷

তদন্ত যত গভীরে যাচ্ছে ততই অপরাধের রহস্য ফাঁস হচ্ছে তদন্তকারীদের কাছে৷ এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ‘বেষ্ট স্মার্ট টুল’ ও Z3xbox- এই দুটি চিনা সফটওয়ার ব্যবহার করে এই গ্যাং স্মার্ট ফোনের আইএমইআই নম্বর বদলে দিত৷

এই আইএমইআই আসলে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর৷ প্রত্যেকটি ফোনের ১৫ডিজিটের নিজস্ব আইএমইআই নম্বর থাকে৷ মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানির কাছে আপনার ফোনের সব তথ্য এই আইএমইআই নম্বরের মাধ্যমে সংরক্ষিত থাকে।

আর তাই আপনি হয়ত যখন কোন কারনে আপনার ফোন সার্ভিসিং এ নিয়ে গিয়েছেন কাস্টমার কেয়ারে, তারা আপনার ফোন খুলে আইএমইআই নম্বরটি চেক করে ফোনের সব ডাটা বের করেছে ; যেমন- ওয়ারেন্টি আছে কিনা, কবে বিক্রি হয়েছে ইত্যাদি ইত্যাদি। ফোন চুরি হয়ে গেলে অথবা হারিয়ে গেলে ১৫ ডিজিটের আইএমইআই কোড দিয়ে ডিভাইসটি ব্লক করে দেওয়া যায় অথবা খুঁজে বের করা সহয় হয়ে যায়৷

আইএমইআই নম্বর বিকৃত করা অপরাধের সমান৷ কারণ এতে ফোনের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং যেকোন ধরনের অপরাধ সংঘটিত করা সহজ হয়ে যায়৷ ওই গ্যাং দুটি সফটওয়ারের মাধ্যমে বর্তমান আইএমইআই নম্বরটিকে মুছে দিত৷ পরিবর্তে অন্য আইএমআইএ নম্বর বসিয়ে দিত৷ অর্থাৎ আইএমইআই নম্বর বদলে ফেলার অর্থ সেই ফোনের যাবতীয় তথ্য হারিয়ে যাওয়া৷ ফলে কোনও কারণে ফোনটি হারিয়ে গেলে তা খুঁজে বার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত