সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

স্বল্প ক্ষমতার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য আসছে নতুন স্কাইপ

স্বল্প ক্ষমতার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য আসছে নতুন স্কাইপ

ঢাকা, ০৭ মার্চ, এবিনিউজ : স্বল্প ক্ষমতার অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর জন্য আসছে ভিডিও চ্যাটিং অ্যাপ স্কাইপ–এর নতুন সংস্করণ। যে ডিভাইসগুলোতে এখনও অ্যান্ড্রয়েড–এর পুরানো সংস্করণ ব্যবহার করা হচ্ছে সেগুলোর জন্যই নতুন আপডেট আনবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এই আপডেটের ফলে স্বল্প ক্ষমতার ডিভাইসগুলোতে আরও উন্নত অডিও এবং ভিডিও সুবিধা পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.০.৩ থেকে ৫.১ চালিত ডিভাইসগুলোই এই আপডেটের সুবিধা পাবে। মাইক্রোসফট–এর পক্ষ থেকে বলা হয়, এই সংস্করণটি ডিস্ক এবং মেমোরি উভয়ের ওপরই চাপ কম ফেলবে এবং এসব ডিভাইসে অডিও এবং ভিডিওর মান উন্নত করবে।

সামনের সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে এই আপডেটটি উন্মুক্ত করা হবে। সম্প্রতি স্বল্প ক্ষমতার ডিভাইসগুলোর জন্য ‘অ্যান্ড্রয়েড গো’ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। কম প্রসেসিং ক্ষমতা, র‌্যাম ও স্টোরেজের ডিভাইসগুলোতে বেশি কার্যকারিতা দেবে এই সংস্করণটি। এবার স্কাইপেও তেমন সুবিধা আনছে মাইক্রোসফট। এ ধরনের ডিভাইসগুলোর জন্য এমন উদ্যোগ এবারই প্রথম নয়। যোগাযোগ সহজ করতে আগের বছর অক্টোবরে মেসেঞ্জার লাইট উন্মোচন করেছে ফেইসবুক। আর কম ডেটা ব্যবহার করে এমন মোবাইল সাইট চালু করেছে টুইটার।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত