শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • পেকুয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১০ আসামী কারাগারে
সাবেক চেয়ারম্যানের উপর হামলার মামলায়

পেকুয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১০ আসামী কারাগারে

পেকুয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১০ আসামী কারাগারে

চকরিয়া, ০৮ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস চৌধুরীর উপর হামলা এবং তার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও একই ইউপির বর্তমান চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমসহ ১০জন আসামি এখন কারাগারে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ হাকিম তৌফিক আজিজ তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ইউনুস চৌধুরীর উপর হামলা এবং তার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার প্রধান আসামি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম, জয়নাল, লিটন, মানিক ও জিয়াবুল, শাহাবুদ্দিন, মইন উদ্দিন, ওবায়েদ উল্লাহ, নুর মোঃ মাদু, জসিম, সাকের উল্লাহ ও নুর মো.বদসহ ১৫ আসামিকে অন্তর্বতীকালীর জামিন দেয় উচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে এদের মধ্যে ১০ আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একইসাথে আদালতে হাজির না হওয়ায় আসামী লিটন, মানিক ও জিয়াবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত