শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাঠকনন্দিত লেখক মুহম্মদ জাফর ইকবালকে জঙ্গিরা হত্যা চেষ্টার...

পাঠকনন্দিত লেখক মুহম্মদ জাফর ইকবালকে জঙ্গিরা হত্যা চেষ্টার...

পাঠকনন্দিত লেখক মুহম্মদ জাফর ইকবালকে জঙ্গিরা হত্যা চেষ্টার ঘটনার পর থেকে দেশের নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের আতংক আগের তুলনায় বেড়েছে। গত বেশ কয়েক বছর ধরে তাঁরা আছেন ওসামা লাদেন, মোল্লা ওমরদের এদেশীয় সিপাহসালারদের 'হিট লিস্টে'। ড. জাফর ইকবালও চাপাতির ধর্মওয়ালাদের ওই তালিকায় ছিলেন।

নিজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মতো তুলনামূলক সুরক্ষিত জায়গায় অধ্যাপক জাফর ইকবালের ওপর বর্বরদের আক্রমণের পর বিশিষ্টজনদের নিরাপত্তা জোরদার হয়নি।

'হিট লিস্টের' তালিকায় আছেন বরেণ্য শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান, শাহরিয়ার কবির, নাট্যজন রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ শতাধিক জন। তাঁদেরকে হত্যার হুমকি দিয়ে জঙ্গিরা বিভিন্ন সময় উড়ো চিঠি দেয়।

প্রগতিশীল রাষ্ট্রের বিনির্মাণে অদম্য সারথী ফেরদৌসী প্রিয়ভাষিণীও ছিলেন জঙ্গিদের 'টার্গেট কিলিং'য়ের তালিকায়। শেষ নিঃশ্বাস নেয়ার আগেও এ হুমকি বহাল ছিলো। যে রাষ্ট্রের জন্য তাঁর এতো ত্যাগ, সেই রাষ্ট্রেই তাঁর জীবন প্রদীপ নির্বাপিত হলো ধর্ম সন্ত্রাসীদের দেয়া মৃত্যুর হুমকি নিয়ে!

'রাষ্ট্রধর্ম ইসলামের' দেশ এমন হবে, এটাই বোধহয় স্বাভাবিক। শহিদ জননী জাহানারা ইমামেরও মৃত্যু হয় জামায়াতের সমর্থনে গঠিত বিএনপির সরকারের করা কথিত রাষ্ট্রদ্রোহী মামলা নিয়ে। তাঁর 'অপরাধ' ছিলো, গণ অাদালতে তিনি 'বিশিষ্ট আলেমদের' একাত্তরে ধর্ষণ, হত্যা, লুটপাটের দায়ে প্রতীকী আদালতে মৃত্যুদণ্ডের রায় দেন।

সরকারি মওলানা ফরিদ উদ্দিন মাসউদ, আধা সরকারি ও অাধা বেসরকারি মওলানা শাহ শফিরা না থাকলে রাষ্ট্রের কিচ্ছু যায়-আসে না। তাদের স্থান দখলের জন্য রীতি অনুযায়ী তাদের ঘরেই পয়দা হয়ে আছে।

একজন ড. আনিসুজ্জামানকে পেতে রাষ্ট্রকে অসংখ্য বছর অপেক্ষা করতে হবে। সরকারের কাছে আমাদের দাবি, মওলানাদের বগলের নিচে রাখার কৌশল বাদ দিক। এসব মওলানা বিষধর সাপের মতো, খোলস পাল্টেছে, বিষ পাল্টায়নি। ফরিদ উদ্দিন মাসউদ 'ইসলামি মনীষী' গোলাম আযমের 'চরণ তলে' নিজের লেখা ইসলামি বই উৎসর্গ করেন বিএনপি-জামায়াতের সরকারের আমলে।

প্রখ্যাতজনদের নিরাপত্তা বাড়ানোা হোক। জঙ্গি দমনের সঙ্গে জঙ্গি সৃষ্টির মূল উৎস নির্মূল করুক। আনিসুজ্জামান মনে করেন, 'রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়ায় মুসলমান তরুণ, তরুণীরা জঙ্গিবাদে উৎসাহিত হচ্ছে। দেশে ব্যঙয়ের ছাতার মতো জঙ্গি জন্ম নিচ্ছে।'

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত