রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বাজারে এসেছে ল্যাপটপ থেকে দ্রুত স্মার্টফোন চার্জ করার ক্যাবল!

বাজারে এসেছে ল্যাপটপ থেকে দ্রুত স্মার্টফোন চার্জ করার ক্যাবল!

ঢাকা, ০৮ মার্চ, এবিনিউজ : স্মার্টফোনের দ্রুত ও নিরাপদ চার্জিং সুবিধা নিশ্চিত করতে অ্যাপাসার চার্জিং ক্যাবল বাজারে এনেছে টেক রিপাবলিক।

দুটি মডেলের মধ্যে ডিসি২১০ মডেলের ইউএসবি ক্যাবলের সাহায্যে ল্যাপটপ, ডেস্কটপ কিংবা পাওয়ার ব্যাংক থেকে সহজেই আইফোন, আইপ্যাড ও আইপড চার্জ দেওয়া যায়। ক্যাবলটির দাম ধরা হয়েছে ৯০০ টাকা। আর ডিসি১১০ টাইপ ২ চার্জিং ক্যাবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন চার্জ দেওয়া যায়। এটির মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এক মিটার দীর্ঘ এই চার্জিং ক্যাবলে রয়েছে এক বছরের গ্যারেন্টি।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত