ঢাকা, ১০ মার্চ, এবিনিউজ : ত্বক ফর্সা করতে বিভিন্ন প্যাক বা প্রসাধনী ব্যবহার করে আপনি হতাশ হন, তা হলে আপনার জন্য এ প্যাক। এ প্যাক নিয়মিত ব্যবহার করলে অবশ্যই আপনার ত্বক উজ্বল হবে। দেখে নিন কিভাবে বানাবেন এই প্যাক।
প্রথম ধাপ স্ক্রাবার : একটি বাটিতে দুই চামচ চিনি, এক চামচ মধু ও দু-তিন চামচ লেবুর রস মিশিয়ে নিন। আপনার মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে এই স্ক্রাবার মুখে লাগিয়ে ৩ মিনিট ম্যাসাজ করে নিন। এর পর ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
দ্বিতীয় ধাপ ফেসমাস্ক : এই প্যাকের জন্য ময়দা দুই চামচ, মধু এক চামচ, গুঁড়া দুধ এক চামচ, সামান্য হলুদ গুঁড়া ও সব শেষে পানি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক রাতে ব্যবহার করবেন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে হবে। এভাবে টানা তিন মাস ব্যবহার করা যায়, আপনার ত্বক ফর্সা হবে।
এবিএন/সাদিক/জসিম/এসএ