বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাংবাদিক সৈয়দ মাহমুদ আর নেই

সাংবাদিক সৈয়দ মাহমুদ আর নেই

ঢাকা, ১০ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ স্থায়ী সদস্য সাংবাদিক সৈয়দ মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গত শুক্রবার রাত সাড়ে ১০টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। তিনি অবসরগ্রহণের পর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সৈয়দ মাহমুদ বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের (বিপিআই) মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এবং পরে ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগদান করেন। এ ছাড়া তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন।

তিনি বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা শেষে বিকালে মিরপুর সাংবাদিক আবাসিক কলোনীতে মরহুমের বাসবভবনের পাশেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত