![কাশিয়ানীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/kashiani-pic10.03_129607.jpg)
গোপালগঞ্জ, ১০ মার্চ, এবিনিউজ : কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি এবং এবিনিউজ২৪ডট কমের গোপালগঞ্জ প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, সহ-সভাপতি সাদেক আহমেদ, সময় টিভির জেলা প্রতিনিধি মো. আমির হামজা, এম, এ জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই শামীম উদ্দিন নেপথ্যে থেকে টাকার বিনিময় এক বিধবা নারীকে দিয়ে আদালতে একটি হয়রানীমূলক ধর্ষণ মামলা করিয়েছেন। মূলত নিজের দোষ আড়াল করতে এসআই শামীম উদ্দিন এ মামলা করিয়েছেন।
বক্তারা তিন দিনের মধ্যে সাংবাদিক লিয়াকত হোসেন লিংকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং এসআই শামীমকে অপসারণের দাবি জানান।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/রাজ্জাক