![ফয়জুলের বাবা-মা ও মামা রিমান্ডে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/faijul_129764.jpg)
সিলেট, ১১ মার্চ, এবিনিউজ : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের পিতা মাওলানা আতিকুর রহমান, মাতা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হরিদাস কুমার ফয়জুলের পিতা ও মামার পাঁচ দিন এবং মায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান বলেন, ‘রবিবার দুপুরে আদালতে এই তিনজনকে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে ফয়জুলকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।’
উল্লেখ্য, গত ৩ মার্চ শাবির মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুল। এ ঘটনার ড. জাফর ইকবালকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা হয়েছে। এ মামলায় ১০ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এবিএন/জনি/জসিম/জেডি