![ষাটের দশকের শুরুতে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/ratan_129781.jpg)
ষাটের দশকের শুরুতে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন যখন দানা বাঁধতে শুরু করেছিল, সে সময় সীমান্ত পাড়ি দিয়ে আগরতলায় গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই যাত্রায় জওহরলাল নেহেরু সাড়া দেন নি। --- শেখ হাসিনা।
স্বাধীন হওয়ার চেষ্টায় বাঙালির সেই পরিকল্পনার আঁচ পেয়ে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ দায়ের করে পাকিস্তান সরকার। গণআন্দোলনের মুখে পরের বছর সেই মামলা প্রত্যাহার করতে তারা বাধ্য হয়। ওই পরিকল্পনা বাস্তবায়নে ভারতের সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল। আর তাতে ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সম্মতিও ছিল। কিন্তু এ বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ ছিল তার।
একাত্তরে বাঙালি যখন মুক্তিযুদ্ধে, নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে নানাভাবে তিনি সহযোগিতা করেন।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে