![ফের পাঁচ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি রাজিব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/razib_129828.jpg)
ঢাকা, ১১ মার্চ, এবিনিউজ : রাজধানীর মতিঝিল থানার নাশকতার দায়ের করা পৃথক দুই মামলার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজীবকে ৫ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
আজ রবিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন।
রবিবার বিকেলে মতিঝিল থানার নাশকতার দুই মামালায় রাজিবকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।
আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের অক্টেবর মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন ঢাকার এক আদালত।
ওই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়। এর ফলে রাস্তার সাধারণ মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ ভাঙচুরমূলক ঘটনা ঘটানোর অভিযোগে মতিঝিল থানায় পৃথক দুই মামলা দায়ের করে পুলিশ।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজীব আহসানকে জিজ্ঞাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল সভাপতি রাজিবসহ ২১ নেতা কর্মীকে আটক করে পুলিশ।
এবিএন/জনি/জসিম/জেডি