বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • আদেশ জেলগেটে পৌঁছালেই খালেদার মুক্তি: আইনমন্ত্রী

আদেশ জেলগেটে পৌঁছালেই খালেদার মুক্তি: আইনমন্ত্রী

আদেশ জেলগেটে পৌঁছালেই খালেদার মুক্তি: আইনমন্ত্রী

ঢাকা, ১২ মার্চ, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিনের ব্যাপারে হাইকোর্টের আদেশ জেলখানায় না পৌঁছানো পর্যন্ত তাকে রিলিজ করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার সচিবালয়ে খালেদা জিয়ার জামিন আদেশের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের লিখিত আদেশ দিয়ে থাকলে, অ্যাডভান্সড অর্ডারের সার্টিফাইড কপি চলে গেলে, যতক্ষণ না আদালতের মাধ্যমে জেলখানায় পৌঁছে, ততক্ষণ রিলিজ করা হবে না।

তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। খালেদা জিয়াকে চার মাসের জামিনের নির্দেশ তাই প্রমাণ করে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত