বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ভয়ংকর সন্ত্রাসী, কথিত অভিনেতা, বিএনপির নেতা মনোয়ার হোসেন...

ভয়ংকর সন্ত্রাসী, কথিত অভিনেতা, বিএনপির নেতা মনোয়ার হোসেন...

ভয়ংকর সন্ত্রাসী, কথিত অভিনেতা, বিএনপির নেতা মনোয়ার হোসেন ডিপজলও ফেসবুকে ইসলাম 'প্রচারের' দায়িত্ব পালন করছেন! এক স্ট্যাটাসে এ অর্ধশিক্ষিত ও জমি দখলদার লেখেন, 'সব কিছু সহ্য করতে পারি। আল্লাহ, নবিকে কেউ অপমান করলে সহ্য করবো না'।

তার বিভিন্ন কথিত স্ট্যাটাস ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানের ছবি দিচ্ছেন প্রায়ই। যা ধর্মে বিশ্বাসীদের কাছে স্পর্শকাতর। 'অামিন না লিখে যাবেন না,' 'শেয়ার করে মুসলিম জাহানকে জানিয়ে সওয়াব হাসিলের' আহবান জানাচ্ছেন তিনি।

কয়েকটি রাজনৈতিক দলের নেতা, যারা খুনের মামলার অাসামী, দুর্নীতিবাজ, মদ ব্যবসায়ী, দখলকার, মাদক রাজা; তারাও ফেসবুকে ইসলামের 'প্রসার' ঘটাচ্ছেন।

এর জন্য কোনো 'ওহি' তাদের ওপর নাযিল হয়েছে কী না, তা কেউ জানি না। ইসলাম প্রসারিত, প্রচারিত একটা ধর্ম। পৃথিবীর নানা প্রান্তে এর অনুসারী আছেন।

হঠাৎ কী এমন হলো যে, ইহুদিদের আবিস্কৃত ফেসবুকে এ ধর্মের 'প্রচারের' কাজটা করতে হবে ভণ্ড, খুনি ও ভয়াল অপরাধীদের!

নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে কেন এ ধর্ম রক্ষা করতে 'রক্ত দেয়ার প্রতিশ্রতি' দিতে হয় পথে দাঁড়িয়ে? কেন রাষ্ট্রের টাকায় আগামী সংসদ নির্বাচনের অাগে মসজিদ বানিয়ে ইয়াবা ফাদার বদিকে দিয়ে উদ্ভোধন করাতে হবে?

সন্ত্রাসী, বিতর্কিতদের ফেসবুক দেয়াল থেকে চলছে 'ইসলামের প্রচার' । অথচ তারা ব্যক্তি জীবনে নষ্টামি, সন্ত্রাস, দখল, খুনোখুনিতে ব্যস্ত। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এসবের প্রচার বন্ধে একটা পথ অনুসন্ধান জরুরি।

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত