![হোয়াটসঅ্যাপে চারটি নতুন ফিচার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/whatsapp-new-feature_130002.jpg)
ঢাকা, ১২ মার্চ, এবিনিউজ : এখন প্রতিটি স্মাটফোনেই প্রায় রয়েছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপটা ছাড়া যে জীবনটাই অচল। নিমেষের মধ্যেই এক ফোন থেকে অন্য ফোনে চলে যায় মেসেজ। প্রত্যেকদিন কোটি কোটি মেসেজ এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এসএমএস-কে প্রায় বিলুপ্ত করে হাজির হওয়া এই অ্যাপটি এবার নতুন কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে এল।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ চারটি নতুন ফিচার চালু করেছে।
ভিডিও:
হোয়াটসঅ্যাপে এবার ইউটিউবের লিঙ্ক পাঠালে সেই ভিডিও দেখার জন্য আর ইউটিউবে যেতে হবে না। সরাসরি হোয়াটসঅ্যাপেই সেই ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে। একটি ফ্লোটিং উইন্ডোতে দেখা যাবে সেই ভিডিও। এমনকি চ্যাট করতে করতেই ভিডিওতে চোখ রাখা যাবে।
স্টিকার:
কোনও ছবি কিংবা ভিডিও পাঠানোর আগে স্টিকার যুক্ত করা যাবে সেই ছবি কিংবা ভিডিওতে। শুধু তাই নয়, ছবি কিংবা ভিডিও কোথা থেকে পাঠানো হচ্ছে তার অবস্থান এবং সময়ও যুক্ত করে দেওয়অ যাবে। তার জন্য চ্যাটে গিয়ে + icon অপশনে ট্যাপ করে ছবি বা ভিডিও সিলেক্ট করতে হবে।
টাকা পাঠান:
এবার থেকে হোয়াটসঅ্যাপে পিয়ার-টু-পিয়ার পেমেন্ট সিস্টেমের মাধ্যমেও টাকা পাঠানো যাবে।
মেসেজ ডিলিট:
কাউকে ভুলবশত কোনও মেসেজ পাঠিয়ে ফেলেছেন। এখন আর ভয় নেই। মেসেজটা সিন করার আগেই ডিলিট করে ফেলুন। তবে সাত মিনিটের মধ্যেই সেই কাজ করতে হবে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি