![নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ঢাকার বৈশাখী টিভির সাংবাদিক...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/shantonu_130121.jpg)
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ঢাকার বৈশাখী টিভির সাংবাদিক Foysal Sarder'র ফেসবুক দেয়ালে সবশেষ স্ট্যাটাস ছিলো, 'জীবন খুব সুন্দর'। বাক্যটা ইংরেজিতে লেখা। অথচ শৈল্পিক, অনিন্দ্য সুন্দর জীবন বহনের প্রিয় শরীরটাকে একটা দুর্ঘটনা মুহূর্তেই ছাইয়ে পরিণত করতে পারে! মৃত্যুর কাছে জীবন কতো অসহায়।
কে জানতো, তাঁর সুন্দর জীবনটাকে গ্রেপ্তারের জন্য শরীরের বিবরণসহ মৃত্যু বিজ্ঞাপন নিয়ে বেড়াচ্ছে, বা হুলিয়া জারি করেছে?
সব জীবনের পেছনেই মৃত্যুর হুলিয়া থাকে! মরে যাওয়ার আগেভাগে মানুষ নিজের অবধারিত মৃত্যুর বিজ্ঞাপনপত্র পড়তে পারে না কেন? ভাষা খুব কঠিন? নাকি এ ভাষা পড়ার ক্ষমতা মানুষের কখনো থাকে না বলে?
ফয়সাল, 'সময়ের শৃঙ্খল ভেঙে' আপনি এভাবে হুট করে পৃথিবীকে বিদায় জানানোয় বুকের ভেতরের অংশে একটা দাগ পড়েছে। অনেকদিন পর্যন্ত দাগটা থাকবে, আপনাকে মনে রাখবো। কতো স্মৃতি আমাদের!
আপনি এখন ওপারের জীবনে। ওখানকার জীবনটা যেন সুন্দর হয়। সাংবাদিকতায় যা প্রায় 'স্বাভাবিক'- মাস শেষে বেতন না পাওয়ার ঝামেলা, বাড়িওয়ালার কড়া কণ্ঠে টাকা চাওয়া, চাকরি হারানোর ভয় সেখানে থাকবে না নিশ্চয়ই।
আমরাও একে একে আসছি; আজ, না হয় কাল, বা পরশুদিন। পৃথিবীর সব মানুষের জীবনের শেষ গন্তব্য ওখানেই। শোকাহত মনে আজ আর লেখা সম্ভব হচ্ছে না।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে