বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

এবার ভিডিও ম্যাসেজিং অ্যাপ চালু করল গুগল

এবার ভিডিও ম্যাসেজিং অ্যাপ চালু করল গুগল

ঢাকা, ১৩ মার্চ, এবিনিউজ : এবার ভিডিও ম্যাসেজিং অ্যাপ চালু করল গুগল ডুও৷ অ্যান্ড্রয়েড ও আইওএস থেকে এই সুবিধা পাওয়া যাবে৷ এই ফিচারের সাহায্যে গুগল ডুও ব্যবহারকারীরা ভিডিও ম্যাসেজ রেকর্ড করতে পারবে৷

ব্যবহারকারীদের ৩০ সেকেন্ডের ভিডিও ম্যাসেজ রেকর্ড করার সুবিধা দিচ্ছে গুগল৷ যখন ফোন কল অ্যাকসেপ্ট করা যাবে না, তখনই এই ব্যবস্থা কার্যকর হবে৷ ফোন কল কেউ কেটে দিলেও এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা৷ গুগল ডুও অ্যাপের মাধ্যমে কনট্যাক্টের কাছে এই ম্যাসেজ পৌঁছে যাবে৷ ব্যবহারকারীরা আইকন ট্যাপ করলেই ম্যাসেজটি দেখতে পাবেন৷ ভিডিও প্লে হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে একটি কল ব্যাক অপশন আসবে৷ তার সাহায্য যিনি ম্যাসেজটি পাঠিয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করা যাবে৷

গুগল ডুও অ্যাপের অন্যান্য ফিচারের মতো এই ভিডিও ম্যাসেজ ফিচারটিও যথেষ্ট নিরাপদ৷ এটি এন্ড-টু-এন্ড ফিচার৷ ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিডিও ফোন মেমরিতে সেভ করতে পারবে৷ দেখা হয়ে গেলে একদিনের মধ্যে নিজে থেকেই ভিডিওটি মুছে যাবে৷

অ্যাপেলের ফেস টাইম ও মাইক্রোসফটের স্কাইপকে টক্কার দিয়েছে গুগলের ভিডিও-চ্যাট৷ গুগল প্লে থেকে এই অ্যাপটি প্রায় ৫০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে৷

গত মাসেই নতুন অ্যাপ এনেছিল গুগল ডুও৷ শোনা গেছে খুব শিগগিরই গুগল গ্রুপ কলের ফিচার আনতে চলেছে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত