![সাংবাদিক নেতা রেজাউল করিম রেজার জন্মদিন আজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/rezaul_abnews_130208.jpg)
ঢাকা, ১৩ মার্চ, এবিনিউজ : আজ মঙ্গলবার তরুণ কবি, গল্পকার, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজার জন্মদিন।
তিনি ১৯৬৭ সালের ১৩ মার্চ চাঁদপুর জেলার মতলব থানার পাঁচআনী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবাওে জন্ম গ্রহণ করেন। বাবা বিশিষ্ঠ শিক্ষানুরাগী, পরিবহন ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম মোয়াজ্জেম হোসেন খান ও বেগম রেজিয়া হোসেনের পাঁচ পুত্র ও তিন কন্যার মধ্যে রেজাউল করিম রেজা জ্যেষ্ঠ।
শৈশবে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বাবুরাইলে বেড়ে উঠেন তিনি। নারায়ণগঞ্জ শহরের ৯নং দেওভোগ সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। গণবিদ্যা নিকেতন (উচ্চ বিদ্যালয়) থেকে মাধ্যমিক, আরসরকারী তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই তিনি সাংবাদিকতা পেশায়নাম লেখান। ১৯৮৮ সালে নারায়ণগঞ্জের সাপ্তাহিক বিষের বাঁশি পত্রিকায় লেখালেখি শুরু করেন। নারায়ণগঞ্জ এর সাপ্তাহিক খবরের পাতায় (বর্তমানে দৈনিক খবরের পাতা) বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালে বাংলার বাণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবীস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক লালসবুজ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মধ্যদিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন রেজাউল করিম রেজা।
পরবর্তীতে দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক প্রাইম, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক গণজাগরণ ও দৈনিক ঊষার বাণীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সাপ্তাহিক চিত্রজগত পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
রেজা স্কুলজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হন। স্কুলজীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি। জাতির জনকের আদর্শে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন রেজাউল করিম রেজা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সমাজকল্যান সম্পাদকসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্য পদ লাভ করেন। ২০০২ সালে বাচসাসের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বাচসাসের বর্তমান কমিটিতেও রয়েছেন। তিনি একাধিকবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ জাতীয় প্রেসক্লাব ও বায়লাদেশ ফিল্ম ক্লাবের স্থায়ীসদস্য তিনি।
সাংবাদিকদের মধ্যে অত্যন্ত সজ্জন ও স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে রেজার বিশেষ খ্যাতি রয়েছে। ২০০৩ সালে রেজার নেতৃত্বে ঢাকায় কর্মরত বিনোদন সাংবাদিকদেও বহুল আলোচিত সংগঠন ‘ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) প্রতিষ্ঠিত হয়। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।
এবিএন/মাইকেল/জসিম/এমসি