বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পারফিউম কেনার আগে...

পারফিউম কেনার আগে...

ঢাকা, ১৫ মার্চ, এবিনিউজ : নিজেকে সতেজ রাখতে আমাদের নানা প্রচেষ্টা। তারই অংশ হলো পারফিউম। কৃত্রিম সুঘ্রাণে নিজেকে সুবাসিত করার অনন্য মাধ্যম হলো এ পারফিউম। কিন্তু হুটহাট কিনে ফেললেই হবে না, পারফিউম কেনার আগে কিছু বিষয়ের দিকে নজরও রাখতে হবে। জেনে নিন সেগুলো-

* হাতে স্প্রে করে নয়, পারফিউম কেনার আগে স্মেলিং স্ট্রিপেই স্প্রে করে গন্ধ শোঁকাই উচিত। এ পদ্ধতির নাম ‘টপ কোট’।

* এক জায়গায় দুবার স্প্রে করবেন না। এতে পারফিউমের আসল গন্ধ পাবেন না।

* বিভিন্ন গন্ধের পারফিউম পর পর স্প্রে করবেন না। এতে গন্ধ বুঝতে সমস্যা হয়।

* অনেকে পারফিউমের ওপরের লেখা দেখে পারফিউমের ব্যপারে ধারণা তৈরি করে নেন। একশটির বেশি উপাদান দিয়ে তৈরি হয় পারফিউম, যার প্রত্যেকটির নাম উল্লেখিত থাকে না পারফিউমের বোতলের গায়ে।

* পারফিউমে ব্যবহৃত তরলের পরিমাণ দেখে তার পরেই সেটি কিনবেন। ২০-৪০ শতাংশ ঘনত্বযুক্ত তরলই পারফিউমের জন্য আদর্শ।

* একই পারফিউমের সুগন্ধ এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম লাগবে। কারণ স্বাভাবিক দেহগন্ধের সঙ্গে বিক্রিয়ায় সেই সুগন্ধি ভিন্ন ভিন্ন গন্ধে প্রতিভাত হবে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত