![জুনের মধ্যেই আসছে অ্যাপলের ৯টি নতুন চমক!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/apple_130523.jpg)
ঢাকা, ১৫ মার্চ, এবিনিউজ : ২০১৮ সালের জুনের মধ্যেই ৯টি নতুন প্রডাক্ট লঞ্চ করতে চলেছে অ্যাপেল৷ ৪ জুন থেকে ৮ জুনের মধ্যে প্রডাক্টগুলি বাজারে চলে আসবে বলে জানা গেছে৷
১. ফেস আইডি সহ অ্যাপেল আইপ্যাড
এবার অ্যাপেলের আইপ্যাডে থাকবে ফেস আইডি৷ এর ফলে আরও নিরাপদ হবে অ্যাপেলের আইপ্যাড৷ ডিভাইস আনলক করতেও কোনও সমস্যা হবে না৷
২. আইপ্যাড মিনি
অ্যাপেলের আইপ্যাডের যা দাম, তা থেকে যদি কম দামে পাওয়া যায়, তাহলে তো ভালই৷ এই সুবিধাই আনতে চলেছে অ্যাপেল৷ আনছে মিনি আইপ্যাড৷ তবে ফেস আইডি সহ আইপ্যাড মডেলের থেকে এই আইপ্যাডের ক্ষমতা কম৷
৩. কম দামে ম্যাকবুক
এবছর কম দামে ম্যাকবুক বাজারে আনতে পারে অ্যাপেল৷ নাম ম্যাকবুক এয়ারের মতো দাম থাকবে এই ম্যাকবুকের৷ শোনা যাচ্ছে তেমনই৷
৪. এয়ার পডস ২
নতুন এয়ার পডস আনতে চলেছে অ্যাপেল৷ এর মডেল এয়ার পডস ২৷ ফ্যানেদের এই এয়ার পড পছন্দ হবেই বলে জানিয়েছে অ্যাপেল৷
৫. হোম পডস
এবছর নতুন জেনারেশনের জন্য হোম পডস লঞ্চ করছে অ্যাপেল৷ গত বছর ফার্স্ট জেনারেশন হোম পডস এনেছিল অ্যাপেল৷ এবার আসবে তারই আপগ্রেড ভার্শন৷
৬. অ্যাপেল আইওএস ১২
আইফোন ও আইপ্যাডের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনছে অ্যাপেল৷ নাম অ্যাপেল আইওএস ১২৷ এখানে থাকবে নতুন ফিচার ও অপটিমাইজেশন৷ এবছরের শেষের দিকে এই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে৷
৭. অ্যাপেল টিভিওএস ১২
আইওএস ১২-এর মতোই বড় স্ক্রিনে ব্রাউজিং অনেক সহজ করে দেবে অ্যাপেল টিভিওএস ১২৷ এছাড়া অন্য সুবিধাও থাকবে এই সিস্টেমে৷
৮. অ্যাপেল ম্যাকওএস ১০.১৪
অ্যাপেল হয়তো ম্যাকওএস ভার্শনকে আপডেট করবে৷ নতুন ভার্শন ১০.১৪ লঞ্চ করবে অ্যাপেল৷ আই ফোন ও ম্যাকের মধ্যে তথ্য আদানপ্রদান করতে পারা যাবে এর মাধ্যমে৷
৯. অ্যাপেল ওয়াচওএস ৫
নতুন জেনারেশনের জন্য ওয়াচওএস ৫ আনতে চলেছে অ্যাপেল৷ এখানে থাকবে আই ফোনের সমস্ত ফিচার৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি