বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...মত প্রকাশের অবাধ স্বাধীনতা না বলে অবৈধ স্বাধীনতা বলা উচিত

...মত প্রকাশের অবাধ স্বাধীনতা না বলে অবৈধ স্বাধীনতা বলা উচিত

মত প্রকাশের অবাধ স্বাধীনতার মাধ্যমে আমরা সম্প্রতি কি জানতে পেরেছি ..........

১. আবিদ সুলতান দক্ষ পাইলট ছিলোনা, তিনি অপরিপক্ক ছিলেন।

কিন্তু আবিদ হাসানের প্রতিষ্ঠান ও সংগঠন বলেছে তিনি দেশের দক্ষ পাইলটদের মধ্যে অন্যতম একজন ছিলেন।

২. সহযোগী পাইলট পৃথুলা রশিদ মহিলা পাইলট বিধায় দুর্ঘটনা ঘটেছে। তার কাপড় চোপড়ও শরীয়ত সম্মত ছিলোনা।

অথচ বিদেশী মিডিয়া পৃথুলা রশিদকে “ডটার অব বাংলাদেশ” উপাধিতে ভূষিত করেছে। কারণ তিনি নিজের জীবন দিয়ে কমপক্ষে ১০ জনের জীবন বাঁচিয়েছেন।

৩. এয়ার ক্রাফট এর ইঞ্জিনে গোলমাল ছিলো।

অথচ কোনো বৈমানিকেরই ত্রুটিযুক্ত এয়ার ক্রাফট নিয়ে উড্ডয়ন না করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো বৈমানিক তা করেনও না।

এইসবকে মত প্রকাশের অবাধ স্বাধীনতা না বলে অবৈধ স্বাধীনতা বলা উচিত।

আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত