বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • মিডিয়া
  • ডিবিসির ক্যামেরাপার্সনকে নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ডিবিসির ক্যামেরাপার্সনকে নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ডিবিসির ক্যামেরাপার্সনকে নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ভোলা, ১৬ মার্চ, এবিনিউজ : বেসরকারি টেলিভেশন চ্যানেল ডিবিসি নিউজ এর বরিশালের ক্যামেরাপারসন সুমন হাসান এর উপর নির্মম নির্যাতনের সাথে জড়িত ডিবি পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলায় মানববন্ধন করেছে সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা।

আজ শুক্রবার প্রেস ক্লাবের সামনে ভিডিও জার্নালিস্ট ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠত হয়।

মানববন্ধনেবক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত পুলিশের নির্যাতনের স্বীকার হচ্ছে। কিন্তু এর কোন প্রতিকার পাচ্ছেনা কেউ। শুধু সাংবাদিক নয় সাধারণ মানুষও এসব বিপথগামী পুলিশ সদস্যদের কাছে নিরাপদ নয়। সুমন হাসানও তাদের একজন। তার উপর যে নির্মম নির্যাতন হয়েছে তা অমানবিক। এর বিচার না হলে এ ধরনের অন্যায় অত্যাচার দিন দিন বৃদ্ধি পাবে। তাই বক্তরা দ্রুত এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

এ সময় বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের আহবায়ক আবু তাহের,বাংলার কণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, আজকের ভোলার সম্পাদক মো:শওকাত হোসেন, চেম্বার অব কমার্স এর পরিচালক মো: শফিকুর রহমান, এড্যাভোকেট শাহাদাত শাহিন, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি হামিদুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, হিন্দু-বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদ এর আহবায়ক অবিনাষ নন্দি, একুশে টিভি প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক বাহাউদ্দিন, ডিবিসি নিউজ জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, দৈনিক বর্তমান প্রতিনিধি আনোয়ার পারভেসসহ অন্যান্যরা।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত