বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • রংপুরে মাজারের খাদেম হত্যায় ৭ জঙ্গির ফাঁসির আদেশ

রংপুরে মাজারের খাদেম হত্যায় ৭ জঙ্গির ফাঁসির আদেশ

রংপুরে মাজারের খাদেম হত্যায় ৭ জঙ্গির ফাঁসির আদেশ

রংপুর, ১৮ মার্চ, এবিনিউজ : রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলা থেকে খালাস পেয়েছেন ৬ জন।

আজ রবিবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন- মাসুদ রানা, বিজয়, লিটন মিয়া, ইছাহাক আলী, চান্দু মিয়া, সাখাওয়াত ও সরওয়ার। তাদের মধ্যে চান্দু মিয়া পলাতক রয়েছে।

এ ছাড়া মামলা থেকে খালাস পাওয়া ৬ জন হলেন-সাদাত ওরফে রতন, তৌফিকুল ইসলাম, আবু সাঈদ, রাজিব, মামুন মাস্টার ও নজিবুল ইসলাম।

এ মামলায় সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি রথিশ চন্দ্র জানান, ২০১৫ সালের ১৫ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বাজার থেকে বাসায় ফেরার পথে জঙ্গিরা রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ মামলা তদন্ত শেষে ১৩ জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়। দুজন এখনো পলাতক।

পিপি রথিশ চন্দ্র বলেন, এ মামলার ১১ আসামি কারাগারে রয়েছে। দুজন পলাতক। তাদের অনুপস্থিতিতে বিচার কার্য চলে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত