সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

বেসিসের পেইজ ভেরিফাই করলো ফেসবুক

বেসিসের পেইজ ভেরিফাই করলো ফেসবুক

ঢাকা, ১৮ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অফিশিয়াল ফেসবুক পেইজ ভেরিফাই করেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।

বেসিসের ফেসবুক পেইজ হচ্ছে- www.facebook.com/BASIS.BD

আজ রবিবার সকাল ১১টা ১০ মিনিটে বেসিসের গণসংযোগ শাখাকে অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার সংবাদ দেয় ফেসবুক।

বেসিস কর্তৃপক্ষ এক বিবৃতিতে আজ দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

বেসিস বিবৃতিতে বলেছে, এখন থেকে বেসিসের ফেসবুক পেইজের পাশে নীল টিক চিহ্ন দেখতে পাবেন ব্যবহারকারিরা। ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়ার কারণে, বেসিসের নামে থাকা ভুয়া একাউন্টগুলো বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এখন থেকে ব্যবহারকারিরা বেসিসের ভেরিফাইড পেইজ থেকেই সব ধরনের নির্ভুল ও প্রয়োজনীয় তথ্য পাবেন। পাবেন বিশেষজ্ঞ পরামর্শও। ভেরিফাইড হওয়ার কারণে বেসিসের অফিশিয়াল ফেসবুক আইডি নষ্ট বা হ্যাক হওয়ার সম্ভবনাও হ্রাস পেয়েছে।

বেসিসের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

বেসিস সভাপতি বিবৃতিতে বলেন, বেসিসের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার কারণে এখন থেকে ব্যবহারকারিরা নিশ্চিন্তে বেসিস পেইজ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশিদার বেসিসের ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত তথ্য প্রবাহও নিশ্চিত হলো।

বেসিসের ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বেসিস কার্যনির্বাহী পরিষদ সদস্যরাও।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত