বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...প্রশ্ন যদি করতেই হয়, এ নিয়ে করুন

...প্রশ্ন যদি করতেই হয়, এ নিয়ে করুন

৩-০-১৩-২

জ্বী। রুবেল হোসেনের প্রথম স্পেলের বোলিং। এই স্পেলটা না করলে খেলা তো ১৯ ওভার পর্যন্ত যায়ই না। আপনারা তা বেমালুম ভুলে গেছেন। রুবেলের ৪র্থ ওভারে ২২ রান এসেছে। তাই রুবেল ভিলেন? তাকে যা ইচ্ছা গালি দেবেন? ১৯তম ওভারে রুবেল আসলেই কতটা বাজে বল করেছেন? দীনেশ কার্তিক লেংথ বলগুলোকেও বাউন্ডারির বাইরে পাঠালেন, ওরকম অতিমানবীয় এক ইনিংস খেললেন, তাকে কৃতিত্ব দেবেন না? সৌম্য পার্ট টাইম বোলার। ওইরকম আগুনে ঝলসে যাবার মত সময়ে তাকে দুটি ওভার বল করতে হলো! এবং তিনি সামর্থের চেয়েও ভাল করেছেন। ভাগ্য বলে একটা ব্যাপার আছে। তা বিশ্বাস করুন। ভাগ্য একজন দীনেশ কার্তিককে নায়ক বানানোর চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল। না হলে প্রথম বলেই ওভাবে ছয় মারা যায় না। সৌম্য সরকারকে কেন ১৭ আর ২০তম ওভারে বল করতে হলো? প্রশ্ন যদি করতেই হয়, এ নিয়ে করুন।

রুহুল মাহফুজ জয়’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত