বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • খালেদার মামলার জন্য সার্কিট বেঞ্চ গঠনে রিট দায়ের

খালেদার মামলার জন্য সার্কিট বেঞ্চ গঠনে রিট দায়ের

খালেদার মামলার জন্য সার্কিট বেঞ্চ গঠনে রিট দায়ের

ঢাকা, ১৯ মার্চ, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চ গঠন করে অন্যত্র সরিয়ে নিতে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ এই রিট দায়ের করেন এক আইনজীবী।

এর আগে গতকাল রবিবার একই বিষয় চেয়ে প্রধান বিচারপতির বরাবর আবেদন করেন তিনি। সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুসারে সার্কিট বেঞ্চ গঠনের কথা বলেন তিনি।

তবে শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নয়, রাজনৈতিক সব মামলাই নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের বাইরে অন্যত্র সার্কিট বেঞ্চ গঠনের জন্য রিট আবেদনটি করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে রাজনৈতিক মামলার শুনানি থাকার কারণে কোর্টের বিভিন্ন গেট দিয়ে আইনজীবী, ক্লার্ক ও মক্কেলদের পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না। আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর কিছু আইনজীবীকে ঢুকতে দিলেও পুলিশের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে।

এতে বলা হয়, ১৬ কোটি মানুষের জন্য উচ্চ আদালত। এখানে ফরিয়াদি পক্ষ আসবে, জনগণ আসবে, কিন্তু পুলিশের বাধার কারণে আইনজীবীদের সঙ্গে মোসাবিদা করতে পারছেন না। পুলিশ সংবিধানের ৩৫ অনুচ্ছেদ লঙ্ঘন করছে। তাই রাজনৈতিক মামলা নিষ্পত্তি ও শুনানির জন্য প্রয়োজনে সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বাইরে অন্যত্র সার্কিট বেঞ্চ গঠন করা হোক।

প্রধান বিচারপতির বরাবর করা আবেদনে তিনি সুপ্রিম কোর্টের সব গেট থেকে পুলিশ প্রত্যাহার, মহিলা আইনজীবীদের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরণের বিচার প্রার্থনা করেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত