বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • জয়পুরহাটে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ: দায়ে যাবজ্জীবন

জয়পুরহাটে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ: দায়ে যাবজ্জীবন

জয়পুরহাটে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ: দায়ে যাবজ্জীবন

জয়পুরহাট, ২০ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটে পাঁচ বছর আগে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডিত সাইফুল ইসলাম বাবু কালাই উপজেলার কাথাইল গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারা মহিলা কলেজের প্রভাষক।

মামলার বিবরণে বলা হয়, কাথাইল গ্রামের আব্দুস সালামের সঙ্গে বাবুর পূর্ব শত্রুতা ছিল। এর জেরে ২০১৩ সালের ১৩ অগাস্ট সালামের মেয়ে কালাই ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোমার ঘরে ঢুকে বাবু তার ওপর এসিড নিক্ষেপ করেন। এতে সোমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত