বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • ড. ইউনূসের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা

ড. ইউনূসের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা

ড. ইউনূসের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা

ঢাকা, ২০ মার্চ, এবিনিউজ : গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষের আদালতে মামলাটি করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম।

আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন। এ মামলায় ড.ইউনুস ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম, আসাদুজ্জামান এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

মামলার অভিযোগপত্রে জানা যায়, গ্রামীণ টেলিকম ট্রাস্টের জন্য আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় বালু ভরাটের কাজ করেন। বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তাদের পাওনা টাকার পরিমাণ ৬ কোটি ৮৫ হাজার ৮৯ হাজার ৪ টাকা।

তাজ এন্টারপ্রাইজের মালিক বলেন অনেকবার আসামিদের টাকার কথা বললেও তারা গড়িমসি করতে থাকেন। পরে ১১ই ফেব্রুয়ারি এক ধরণের সমঝোতাও হয়। কিন্তু বাদী সমঝোতা অনুযায়ী টাকা চাইলে আসামিরা উল্টো হুমকি প্রদান করেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত