![প্রশান্ত মহাসাগর দেখিনি শেখ হাসিনাকে দেখেছি...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/ratan_131351.jpg)
প্রশান্ত মহাসাগর দেখিনি শেখ হাসিনাকে দেখেছি। ------
১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাতের পর কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, “আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।
বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন স্বাধীনতা , দিয়ে গেছেন লাল সবুজ পতাকায় মোড়ানো বাংলাদেশ। আজ তাঁর কন্যা বাঙালি জাতিকে নিয়ে চলেছেন এক অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আজ এল ডি সি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি আজ বিশ্বের দ্বিতীয় সেরা প্রধান মন্ত্রী। এর চেয়ে গর্বের বাঙালি জাতির আর কি হতে পারে।
তাই বলতে চাই আমাদের একজন শেখ হাসিনা আছে। আমরা প্রশান্ত মহাসাগর দেখিনি আমরা শেখ হাসিনাকে দেখেছি। যার হৃদয়ের গভীরতা প্রশান্ত মহাসাগরের মত।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে