![জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমান-আলম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/alom_131364.jpg)
ঢাকা, ২০ মার্চ, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি লাভ করেন তারা। এ সময় দলীয় নেতা-কর্মীরা বিএনপির এই দুই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
গত ২ ফেব্রুয়ারি মহাখালী ডিওএইচএসের একটি বাসা থেকে বিএনপির এই দুই নেতাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে রমনা থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানো হয়।
এবিএন/মমিন/জসিম