![আত্মসমর্পণের পর জামিন পেলেন বিএনপি নেতা রিপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/riopn_131365.jpg)
ঢাকা, ২০ মার্চ, এবিনিউজ : রাজধানীর রমনা থানায় পুলিশের দায়ের করা নাশকতার ৬ মামলায় জামিন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার আবেদন মঞ্জুর করেন।
এর আগে, রমনা থানার এই ছয় মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এবিএন/মমিন/জসিম