বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা, ২১ মার্চ, এবিনিউজ : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৮-২০১৯ সেশনের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে শুরু হয়ে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগামীকাল বৃহষ্পতিবার বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে দিবাগত রাত থেকে আনুষ্ঠানিক ভোট গণনা শুরু হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। এসব পদের বিপরীতে সরকার সমর্থিত আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আলাদা ৫ জনসহ মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মোট ৬ হাজার ১৫২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আওয়ামী লীগ ও বিএনপি প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে ২ জন ও সহ-সভাপতি পদে একজন এবং সম্পাদক পদে ১ জন এবং সদস্য পদে এক জন রয়েছেন। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কমিটিকে সহযোগিতা করার জন্য তাদের সঙ্গে ৭০ জন আইনজীবীকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সরকার সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে নেত্বত্বে দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদে শেখ মোহাম্মদ মোরশেদ।

অন্যদিকে নীল প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও এম মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুজন গত সেশনে সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত