বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ আবেদন করেন।

পরে তিনি জানান, আগামী বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনটি উপস্থাপন করা হবে।

খুরশীদ আলম খান বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে একই বেঞ্চে বেগম খালেদা জিয়াও আবেদন করেছেন। তার আবেদনের শুনানি করে আদালত চার মাসের মধ্যে এই মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরাও একই বেঞ্চে আবেদনটি উপস্থাপন করব। দুদকের মামলা সাধারণত বুধ ও বৃহস্পতিবার শোনা হয়। আশা করছি, আগামী বুধবারই আবেদনটি উপস্থাপন করতে পারব।’

সাজা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে খুরশীদ আলম খান বলেন, ‘খালেদা জিয়া ওই মামলার প্রধান আসামি। কিন্তু, অন্য আসামিদের তুলনায় তার সাজা কম হয়েছে। এজন্য আমরা তা বাড়ানোর জন্য আপিল করেছি।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।

ওইদিন এ মামলার অন্য আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

ইতোমধ্যে খালেদা জিয়ার জামিন ও খালাস চেয়ে আবেদন করা হয়েছে। হাইকোর্ট খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিত রেখে জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত