![বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তাপসের পদত্যাগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/tapos_131997.jpg)
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের আহ্বায়ক বরাবর আইনজীবী তাপস এই পদত্যাগপত্র পাঠান। আজ রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সাংবাদিকদের তিনি তার পদত্যাগের কথা জানান।
সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৮-১৯) নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ভরাডুবি হয়। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় পান বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল দল) সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা দল) সমর্থিত প্রার্থীরা জয় পান ৪টি পদে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের ভরাডুবির পর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিবের পদ ছাড়তে পদত্যাগপত্র দিয়েছেন তাপস।
নির্বাচনে হেরে যাওয়া আওয়ামীপন্থী এক আইনজীবী নাম প্রকাশ না করে বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা দলের প্রার্থী মনোনয়ন দেওয়া নিয়ে আওয়ামীপন্থী কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী নেতার ক্ষোভ ছিল, যার প্রভাব পড়েছে ভোটে। অথচ বিএনপি-সমর্থিত নীল প্যানেলের মনোনীত প্রার্থীদের জেতানোর জন্য দলটির জ্যেষ্ঠ আইনজীবী নেতারা ঐক্যবদ্ধ ছিলেন। ফলে তারা জয় পেয়েছেন।
এবিএন/মমিন/জসিম