
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : বিশ্বের বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রাহক তথ্য বিক্রির মাধ্যমে ব্যবসা করে আসছে। জনপ্রিয় সোস্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটির সামগ্রিক ব্যবসা মডেল সম্পর্কে এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট ও ক্যামব্রিজ অ্যানালিটিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট স্টিভ ব্যানন।
গত বৃহস্পতিবার একটি বিজনেস দৈনিক আয়োজিত সম্মেলনে স্টিভ ব্যানন বলেন, রাজনৈতিক পরামর্শক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠানটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য মাইনিংয়ের বিষয়টি তিনি জানেন না। ফেসবুক তাদের বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য বিনামূল্যে সংগ্রহ করছে এবং বড় অংকের অর্থের বিনিময়ে এসব তথ্য বিক্রি করে দিচ্ছে। এ কারণে ফেসবুকের বাণিজ্য চুক্তিগুলো সব সময় বড় অংকের হয়। বিপুলসংখ্যক গ্রাহকের তথ্য সংগ্রহের মাধ্যমে সোস্যাল মিডিয়া কোম্পানিগুলো এক ধরনের অ্যালগরিদম সৃষ্টি করছে এবং ব্যবহারকারীদের জীবন নিয়ন্ত্রণ করছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের পক্ষে কাজ করেছে। অভিযোগ উঠেছে, নিজেদের একটি অ্যাপের মাধ্যমে পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় এবং পরবর্তীতে এসব তথ্য কাজে লাগিয়ে নির্বাচন প্রভাবিত করে প্রতিষ্ঠানটি।
স্টিভ ব্যানন সম্মেলনের বাইরে সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানান, ক্যামব্রিজ অ্যানালিটিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার মনে পড়ে না ফেসবুকের কাছ থেকে আসা কোনো তথ্য তারা কিনেছেন, কিংবা প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে এসব তথ্য কাজে লাগানো হয়েছে। চালাকির মাধ্যমে বিপুলসংখ্যক ফেসবুক ব্যবহারকারীর তথ্য কাজে লাগিয়ে অবৈধ কিছু করা হয়ে থাকলে সেটা ক্যামব্রিজ অ্যানালিটিকার মূল কোম্পানি স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস ল্যাবরেটরিজের (এসসিএল) কাজ। ফেসবুক গ্রাহকদের তথ্য শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের সব দেশেই বিক্রি করা হয়।
বিপুলসংখ্যক গ্রাহকের তথ্য বেহাত হওয়ার ঘটনা প্রকাশের পর ফেসবুকের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে মজিলা ও টেসলার মতো বৃহৎ কোম্পানি। ডাটা নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে মজিলা এরই মধ্যে ফেসবুকে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, সাইটটির বিদ্যমান ডিফল্ট সেটিংসে গ্রাহকদের তথ্যে প্রবেশের সুযোগ রয়েছে।
এদিকে গত শুক্রবার টেসলা, স্পেসএক্স ও সোলারসিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলোন মাস্ক তার প্রতিষ্ঠানের ভেরিফায়েড ফেসবুক পেজ মুছে দিয়েছেন। টুইটার পোস্টে সিলিকন ভ্যালির আরো বেশ কয়েকজন বিলিয়নেয়ার ডাটা নিরাপত্তার স্বার্থে তাদের ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নামে খোলা ফেসবুক পেজ মুছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এবিএন/জনি/জসিম/জেডি