
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : চীনভিত্তিক হুয়াওয়ে ৫১২ গিগাবাইট (জিবি) অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার স্মার্টফোন আনতে কাজ করছে। চীনের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইট টিনাতে প্রতিষ্ঠানটির এমন ফিচার সংবলিত একটি নতুন ডিভাইসের তথ্য প্রকাশিত হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
টিনাতে প্রকাশিত তথ্যমতে, হুয়াওয়ের নতুন স্মার্টফোনটির মডেল হলো ‘এনইও-এএল০০’ এবং ৬ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং গত ডিসেম্বরে পরবর্তী প্রজন্মের মোবাইল ডিভাইসের জন্য বিশ্বের প্রথম ৫১২ জিবি এমবেডেড ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ (ইইউএফএস) সলিউশন উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছিল। অ্যান্ড্রয়েড কমিউনিটির তথ্যমতে, স্যামসাংয়ের এ স্টোরেজ কম্পোনেন্ট হুয়াওয়ে প্রথম তাদের ডিভাইসে ব্যবহার করতে যাচ্ছে। ডিভাইসটি হুয়াওয়ের মেট সিরিজের স্মার্টফোন হবে।
হুয়াওয়ের পক্ষ থেকে ডিভাইসটি বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এবিএন/জনি/জসিম/জেডি