
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহৎ ইলেকট্রনিকস খুচরা পণ্য বিক্রেতা বেস্ট বাই ইনকরপোরেশন। হুয়াওয়ের পণ্যের নিরাপত্তা নিয়ে মার্কিন প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে। এ কারণে প্রতিষ্ঠানটির ডিভাইস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বেস্ট বাই। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ডিভাইস বিক্রি বন্ধ করবে বেস্ট বাই। চীনা প্রতিষ্ঠানটি দেশটিতে তাদের ডিভাইস ব্যবসা সম্প্রসারণে জোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু বেস্ট বাইয়ের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ডিভাইস ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ আরো কঠিন করে তুলবে।
গত ফেব্রুয়ারিতে হুয়াওয়ের স্মার্টফোন না কিনতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানান দেশটির ছয় গোয়েন্দা সংস্থার প্রধান। সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে তারা এ আহ্বান জানান। শুনানির সময় চীনা টেলিকম সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে ও জেডটিইর পণ্যের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিআইএ, এফবিআই, এনএসএসহ ছয়টি গোয়েন্দা সংস্থার প্রধান। এসব প্রতিষ্ঠানের ডিভাইস বা সরঞ্জাম ব্যবহার করলে তথ্য চুরির আশঙ্কা করা হয়েছে। এ কারণে দেশটির নাগরিকদের চীনা প্রতিষ্ঠানের স্মার্টফোন না কিনতে পরামর্শ দেয়া হয়।
বিবৃতিতে এফবিআইয়ের পরিচালক ক্রিস রে বলেন, যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাতে এমন কোনো বিদেশী প্রতিষ্ঠানকে প্রবেশ করতে দেয়া উচিত হবে না, যাদের ওপর সে দেশের সরকারের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, তারা বিশ্বের প্রায় ১৭০টি দেশের সরকার ও গ্রাহকের আস্থা অর্জন করেছেন। অন্য প্রতিষ্ঠানের মতো তাদের পণ্যে বড় ধরনের সাইবার নিরাপত্তার ঝুঁকি নেই। হুয়াওয়ে গ্রাহক নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
হুয়াওয়ে শুরুতে এটিঅ্যান্ডটির সহায়তায় মার্কিন ডিভাইস বাজারে ব্যবসা জোরদারের চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। একই পথ অনুসরণ করে আরেক সেলফোন অপারেটর ভেরাইজন। যুক্তরাষ্ট্রে সাধারণত সেলফোন অপারেটরদের মাধ্যমে ডিভাইস বিক্রির কার্যক্রম পরিচালনা করতে হয়।
চলতি বছরের শুরুর দিকে হুয়াওয়ের এক শীর্ষ কর্মকর্তা মার্কিন সেলফোন অপারেটরদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। তিনি বলেন, ডিভাইস বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে সেলফোন অপারেটররা ক্রেতাদের পছন্দ অনুযায়ী ফোন সরবরাহ করছে না।
হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে বেস্ট বাইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুয়াওয়ে গত বৃহস্পতিবার এক ই-মেইল বার্তায় জানায়, মার্কিন প্রতিষ্ঠান বেস্ট বাইয়ের সঙ্গে অংশীদারিত্বকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। কাজেই এ অংশীদারিত্ব বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি নয়।
এবিএন/জনি/জসিম/জেডি