বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

স্বাধীনতা দিবসে উন্মোচন হবে ‘দ্য কমান্ডো’

স্বাধীনতা দিবসে উন্মোচন হবে ‘দ্য কমান্ডো’

ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : কয়েকজন সাধারণ মানুষ একটি রেস্তোরাঁয় সময় কাটাচ্ছিলেন। হঠাৎ কিছু সন্ত্রাসী অস্ত্র হাতে প্রবেশ করে সেখানে। তারা রেস্তোরাঁয় অবস্থানরত সকলকে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এতে মারা যান অনেকেই। যারা বেঁচে থাকেন, তাদের জিম্মি করে রাখা হয়। এই জিম্মিদের বাঁচাতে এগিয়ে আসেন কমান্ডো বাহিনী।

না, এটি কোন হলিউড মুভির দৃশ্য নয়। ‘দ্য কমান্ডো’ নাম একটি ভিডিও গেইমের গল্প। গেইমটি উন্মোচন হবে আগামীকাল স্বাধীনতা দিবসে। এটি তৈরি করেছে দেশীয় গেইমিং নির্মাতা প্রতিষ্ঠান ‘আগামী ল্যাবস’।

এই স্ট্র্যাটেজিক অ্যাকশন গেইমে গেইমারকে কমান্ডো বাহিনীর সদস্য হিসেবে খেলতে হবে। এতে তাকে গা বাঁচিয়ে শত্রুর চোখ ফাঁকি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হবে। কখনো শত্রুদের ঘায়েল করতে হবে। কখনো গোপনে জিম্মিদের কাছে পৌঁছে তাকে শত্রুদের চোখে ফাঁকি দিয়ে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এছাড়া কখনো নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে।

গেইমটি সম্পর্কে আগামী ল্যাবসের ব্যবস্থাপনা পরিচালক তসলিমা খানম জানান, সাম্প্রতিক বিশ্বে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে কিছুটা মিলে যাবার সম্ভাবনা থাকলেও সম্পূর্ণ কাল্পনিক বিষয় নিয়ে তৈরি হয়েছে গেইমটি। দ্য কমান্ডো গেইমটি অ্যান্ড্রয়েড, আইওএস প্লাটফর্মের জন্য আনা হচ্ছে। এছাড়া থাকবে ওয়েব সংস্করণের খেলার সুযোগ।

তিনি আরো বলেন, গেইমটিতে উন্নত মানের ভিএফএক্স, অ্যানিমেশন ও গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে। ফলে আশা করছি গেইমারদের কাছে জনপ্রিয়তা পাবে এটি।

আগামীকাল থেকেই গেইমটি আগ্রহীরা ডাইনলোড করতে পারবেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত