বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটার কী এটাই?

পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটার কী এটাই?

ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : দিন যত যাচ্ছে, প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশের আকৃতি ততো ছোট হচ্ছে। কেমন হয় যদি একটি কম্পিউটারের আকৃতি ১ বর্গ মিলিমিটার হয়?

আক্ষরিক অর্থে যা একটি লবণের দানার মত। শুনতে অবাক হলেও সত্যিই এমন একটি কম্পিউটার নিয়ে কাজ করছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) কর্পোরেশন।

সম্প্রতি আইবিএম তাদের বাৎসরিক সম্মেলন ‘আইবিএম থিংক ২০১৮’ আয়োজনে কম্পিউটারটি সম্পর্কে তুলে ধরে। এতে প্রতিষ্ঠানটি কম্পিউটারটির একটি প্রোটোটাইপ প্রদর্শন করে। সব কিছু ঠিকঠাক থাকলে ৫ বছর পরে দেখা মিলবে এই কম্পিউটারের।

কম্পিউটারটিতে কয়েকশো ট্রানজিস্টর, চার মেগাবাইটের মত র‌্যাম, একটি সোলার সেল ও একটি কমিউনিকেশন মডিউল থাকবে।

এছাড়া থাকবে এক পিক্সেলের এলইডি ডিসপ্লে। ১৯৯০ সালের এক্স৮৬ চিপের সমান কাজ করতে পারবে ক্ষুদে এই কম্পিউটার।

রোবট বা কৃত্রিম বুদ্ধিমান প্রোগ্রামে তথ্য বাছাই করার কাজও করা যাবে এই কম্পিউটার দিয়ে। ব্লকচেইন বা মাইনিংয়ের কাজে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। কিন্তু ক্ষুদে এই কম্পিউটারগুলো দিয়ে কম বিদ্যু খরচে কাজগুলো করা যাবে।

কম্পিউটারটি কবে বাজারে পাওয়া যাবে কিংবা এটির মূল্য কত হতে পারে এই সম্পর্কে আনুষ্ঠানিক কোন তথ্য জানানো হয়নি আইবিএমের পক্ষ থেকে।

-দ্য ভার্জ

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত