বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ট্যাবলেটের বাজারে কাটছে না মন্দা

ট্যাবলেটের বাজারে কাটছে না মন্দা

ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : ট্যাবলেটের বাজারে মন্দা কাটছেই না। ব্যবহারকারীদের ট্যাবলেট নিয়ে উৎসাহ থাকলেও বিক্রি দিন দিন কমছে। ল্যাপটপকে হটিয়ে সবার হাতে স্থান করে নেবে ট্যাবলেট, এমনটাই ভেবেছিলেন স্বয়ং স্টিভ জবস।

বাজারে প্রথম জনপ্রিয়তা পাওয়া ট্যাবলেট ছিল অ্যাপল আইপ্যাড। গত ২০১০ সালে সেটি বাজারে আসার পর সকল নির্মাতারাই ট্যাবলেট তৈরিতে উঠেপড়ে লাগে। অথচ কোনও ট্যাবলেটই ল্যাপটপকে সরাতে পারেনি, এমনকি মাইক্রোসফট সারফেস উইন্ডোজ ট্যাবলেটও হতে পারেনি জনপ্রিয় বহনযোগ্য কম্পিউটার।

ট্যাবলেটের বাজারে কাটছে না মন্দা

২০১৭ সালের শেষে আর ২০১৮ সালের শুরুতে ট্যাবলেটের বাজার নেই বললেই চলে। বাজারে আছে মাত্র ৮টি জনপ্রিয় মডেলের ট্যাবলেট, আর ডিভাইস হিসেবে ট্যাবলেটের প্রতি মানুষের উৎসাহ ১ শতাংশেরও কম।

তবে ট্যাবলেট বাজারে এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছে অ্যাপল। তারা ২৬ দশমিক ৮ শতাংশ বাজার ধরে রেখেছে, স্যামসাং এর দখলে আছে ১৫ দশমিক ২ শতাংশ আর অ্যামাজনের দখলে ১০ দশমিক ২ শতাংশ। বাকিটা মাইক্রোসফট আর অন্যান্য নির্মাতারা ধরে রেখেছে।

বড় স্ক্রিনের স্মার্টফোন আর হালকাপাতলা ল্যাপটপ এখনো বাজারে আধিপত্য ধরে রেখেছে।

-আইডিসি

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত