![বিশেষভাবে সক্ষমদের জন্য অ্যাপলের নয়া ইমোজি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/apple-imoji_132077.jpg)
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : শারীরিক অক্ষমতাকে ইমোজি আকারে প্রকাশ করার কথা ভাবছে অ্যাপল। তাদের দাবি, এর ফলে এ সকল ব্যবহারকারীদেরকেও মূলধারায় যুক্ত করা যাবে, তাদের বিশেষ দিকগুলোকে তুলে ধরা যাবে সহজেই।
নতুন ইমোজিগুলোর একটি তালিকা তৈরি করেছে অ্যাপল। যুক্ত করা হয়েছে হিয়ারিং এইড, হুইল চেয়ার, সাহায্যকারী কুকুর, কৃত্রিম পা, যষ্টি ও অন্যান্য সহায়ক জিনিষপত্র।
দৈনন্দিন টেক্সটিং বা ম্যাসেঞ্জার চ্যাটিং এর ক্ষেত্রে সবাই তাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরার জন্য ইমোজি ব্যবহার করেন। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তাদের বিশেষ অভিজ্ঞতাগুলো তুলে ধরার জন্য এতদিন ইমোজি পাননি।
বিষয়টি শুনতে অদ্ভুত শোনালেও, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি, সবসময়ই তারা মূলধারার বাইরে। কোনও ছোট কিন্ত দৈনন্দিন জীবনের অংশ জিনিসও তাদের বিশেষত্বগুলোকে মূলধারায় ঢুকিয়ে ফেললে তাদের জীবন একটু হলেও সহজ হয়।
নতুন ইমোজিগুলো ইউনিকোড টেকনিক্যাল কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। তারা ডিজাইনগুলোর অনুমোদন দিলে সেগুলো ইউনিকোডের অন্তর্ভু্ক্ত করা হবে, তখন সেগুলো সকল ডিভাইসেই ব্যবহার করা যাবে।
-জিএসএমএরিনা
এবিএন/জনি/জসিম/জেডি