ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : সিঙ্গাপুরভিত্তিক রাইডিং কোম্পানি গ্র্যাবের কাছে ব্যবসা বিক্রি করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা গুটিয়ে নিচ্ছে উবার। আগামীকাল সোমবার সিঙ্গাপুরে এ সংক্রান্ত বিষয়ে ঘোষণা দেওয়ার কথা গ্র্যাবের। চুক্তির বিষয়ে জানেন এমন কয়েকজন ব্যক্তি এসব তথ্য জানিয়েছেন। তবে বিক্রি হয়ে গেলেও উবারের ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শেয়ার থাকবে গ্র্যাবে। এই চুক্তির ফলে গ্র্যাবের প্রধান প্রতিদ্বন্দ্বী গো-জ্যাক বাজার দখলের দৌঁড়ে বেশ পিছিয়ে পড়বে।
তবে চুক্তির বিষয়ে উবার বা গ্র্যাব কেউই কোনো মন্তব্য করতে চায়নি।
গ্র্যাব, উবার ও ডিডি (চীন) তিনটি কোম্পানিতেই বড় অঙ্কের শেয়ার রয়েছে জাপানিজ প্রতিষ্ঠান সফটব্যাঙ্ক গ্রুপের। মূলত তারাই দুটি কোম্পানির একত্রীকরণের মূল কাণ্ডারি। বছরে আয়ের অঙ্ক বিলিয়ন ডলারে নিয়ে যেতে এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে টেক্কা দিতেই উবার ও গ্র্যাবকে ব্যবসায়িক চুক্তি করতে উদ্বুদ্ধ করছে সফটব্যাঙ্ক গ্রুপ।
গ্র্যাবের মোবাইল অ্যাপটি ৮ কোটি ৬০ লাখ বার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার ও কম্বোডিয়ার ১৯০ টি শহরে সেবা দিচ্ছে।
এর আগে ২০১৬ সালে চীনের রাইডিং কোম্পানি দিদির সঙ্গে টিকতে না চীন থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছিলো উবার।
-ব্লুমবার্গ
এবিএন/জনি/জসিম/জেডি