![সাংবাদিক রহমান জাহাঙ্গীর আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/shok_132145.jpg)
ঢাকা, ২৬ মার্চ, এবিনিউজ : জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এডিটরিয়াল কনসালটেন্ট রহমান জাহাঙ্গীর আর নেই।
তিনি আজ সোমবার ভোর পৌনে ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
রহমান জাহাঙ্গীর অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের সিনিয়র সাব-এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়া তিনি ইন্ডিপেনডেন্ট, ডেইলি স্টার, নিউজ টুডেসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
আজ সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এক বিবৃতিতে রহমান জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এবিএন/সাদিক/জসিম