![মুক্তিযোদ্ধাদের একমাত্র হাসপাতালটিও বিএনপির সরকার জঙ্গি...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/hasan-shantonu_132167.jpg)
মুক্তিযোদ্ধাদের একমাত্র হাসপাতালটিও বিএনপির সরকার জঙ্গি সংগঠনের হাতে তুলে দিলো! ঢাকার মিরপুরের ‘ট্রাস্ট আধুনিক হাসপাতাল’। ’৯১ সালে ক্ষমতায় এসে বিএনপি এ হাসপাতাল ইজারা দেয় জঙ্গি সংগঠন ‘ইসলামি উম্মা করপোরেশনের’ কাছে।
কথিত উম্মাওয়ালারা হাসপাতালে একটা মেডিকেল কলেজও চালু করে ‘উম্মা’ নামে। বিএনপির ওই সরকারের শেষের দিকে সংগঠনটির অনেকে দেশ ছাড়েন, আত্মগোপন করেন। সেই থেকে হাসপাতালটির কার্যক্রম বন্ধ। হাসপাতাল ভবন এখন পরিত্যক্ত। নষ্ট হচ্ছে চিকিৎসার দরকারি যন্ত্রপাতি, ফ্রান্সের সরকারের অনুদানের দামি অ্যাম্বুলেন্স।
কোন রাষ্ট্রের মুক্তিযোদ্ধাদের চিকিৎসার একমাত্র হাসপাতালটিকে সেই রাষ্ট্রের কোনো সরকার জঙ্গি সংগঠনের হাতে তুলে দেয়ার নজির দ্বিতীয়টি নেই।
হাসান শান্তনু'র স্ট্যাটাস থেকে