বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ভাঁজ যোগ্য আইফোন আনছে অ্যাপল!

ভাঁজ যোগ্য আইফোন আনছে অ্যাপল!

ঢাকা, ২৬ মার্চ, এবিনিউজ : ভাঁজ করা যাবে এমন একটি আইফোন আগামী দুই বছরের মধ্যে বাজারে আনতে কাজ করছে অ্যাপল। গত শুক্রবার ওয়াল স্ট্রিট–এর এক প্রতিষ্ঠান এ তথ্য প্রকাশ করেছে। ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ জানিয়েছে, অ্যাপল পুরোপুরি নতুন নকশার একটি আইফোন বানাতে এশীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে।

এশিয়ার একাধিক অ্যাপল সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের পর গ্রাহকদের উদ্দেশ্যে এক বিবৃতিতে ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ–এর জ্যেষ্ঠ বিশ্লেষক ওয়ামসি মোহান বলেন, আমরা আশা করি চলতি বছরের শেষ দিকে আসতে যাওয়া আইফোনগুলোতে ওলেড সংস্করণের জন্য কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। আমাদের যাচাইয়ে আভাস পাওয়া যায় যে, অ্যাপল ভাঁজ করা যায় এমন একটি আইফোন নিয়ে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে (ভাঁজ খুললে হয়তো এটি ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে)। এটি ২০২০ সালে আনা হতে পারে।

স্যামসাং আর লেনোভো ইতোমধ্যে ভাঁজযোগ্য স্ক্রিনযুক্ত স্মার্টফোনের ডেমো প্রদর্শন করেছে। তবে তারা কোন কোম্পানিই এখনও বাজারে এমন কোনো ডিভাইস আনতে পারেনি।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত